শিক্ষার্থী সাজিদের রহস্যময় মৃত্যুর সুষ্ঠু বিচার ও তদন্তের দাবিতে ইবির খালেদা জিয়া হলে বিক্ষোভ

মিজানুর রহমান,ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে মৃত অবস্থায় আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
ওই শিক্ষার্থীর এমন আকস্মিক ও রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থীরা
শুক্রবার (১৮ আগস্ট) রাতে হলের অভ্যন্তরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা ওই শিক্ষার্থীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই, পুকুরেতে ভাসছে লাশ প্রশাসনের নেই লাজ, আবেগি কথা আর কত প্রশাসনের মাথা গেলো, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় পুকুরে পরীক্ষার্থী লাশ ভেসে উঠেছে অথচ ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মৃত্যুর কোন সুষ্ঠু কারণ জানা যায়নি। প্রশাসনের এর চেয়ে বড় লজ্জার কারণ আর হয় না। এত বড় একটা বিশ্ববিদ্যালয় কোন সিসিটিভি ক্যামেরা নাই নাই এর দায় প্রশাসনকেই নিতে হবে। অনতিবিলম্বে আমরা আমাদের ভাই সাজিদ হত্যার বিচার চাই।