সারাদেশ

সিরাজগঞ্জে ১৩ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে,২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানের সময় নিহত ১৩টি শহীদ পরিবারকে আজ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ১৩টি শহীদ পরিবারের প্রত্যেকে দুই লাখ টাকার চেক পেয়েছেন।
জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নজরুল ইসলাম বিকাল ৪টায় জেলা প্রশাসক কার্যালয়ের এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকগুলি হস্তান্তর করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আফসানা ইয়াসমিন মো
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়,
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন, কার্যালয় মো
জেলা বিএনপির সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, বৈষম্য বিরোধের আহ্বায়ক মো
ছাত্র আন্দোলন (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন) সজিব সরকার ও তার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুনতাশির মেহেদী।

অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন
এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি প্রকাশ করেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,