সারাদেশ

সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবলের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
বহু প্রতীক্ষিত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ৩ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে পর্দা উঠবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ ও সিরাজগঞ্জ সদর পৌরসভা।
রবিবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিযোগিতার বাইলজ চূড়ান্ত ও লটারির মাধ্যমে খেলার ফিক্সচার নির্ধারণ করা হয়।
এবারের ডিসিকাপে ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দলগুলো হলো—
১. সিরাজগঞ্জ সদর উপজেলা
২. সিরাজগঞ্জ সদর পৌরসভা
৩. কাজিপুর উপজেলা
৪. কামারখন্দ উপজেলা
৫. রায়গঞ্জ উপজেলা
৬. তাড়াশ উপজেলা
৭. উল্লাপাড়া উপজেলা
৮. শাহজাদপুর উপজেলা
৯. চৌহালী উপজেলা
১০. বেলকুচি উপজেলা
প্রতিটি দলে মোট ১৮ জন খেলোয়াড় থাকতে হবে, যার মধ্যে ১৪ জন স্থানীয় এবং ৪ জন বহিরাগত খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক গণপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.জা. মু. আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক আবু হোসেন, প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহমুদুল হাসান খোকন, হেদায়েতুল ইসলাম ফ্রুট, স্ট্যালিন, খোকন ও জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল ইসলাম।
দীর্ঘদিন পর সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসিকাপ ফুটবল আয়োজনে জেলার ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,