স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির চৌগাছায় ব্যস্ত দিন পার

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব চৌগাছার কৃতিসন্তান নাসিমুল গনি (শিলী) শুক্রবার নিজ উপজেলা চৌগাছাতে ব্যস্ত সময় পার করেছেন। এদিন তিনি পঙ্গু অস্বচ্ছল মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ, চৌগাছা মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও খায়রুন্নেছা নাসিং কলেজ উদ্বোধন করেন। দুপুরে নিজ গ্রামে জুম্মার নামাজ আদায় করেন। তার আগমন উপলক্ষে গোটা চৌগাছা পৌর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।
শুক্রবার সকাল ১০ টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব চৌগাছা উপজেলা পরিষদে উপস্থিত হন। এ সময় তিনি উপজেলার কর্মকর্তাদের সাথে কুশল মিনিময় শেষে হলরুমে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগদেন। ঢাকাস্থ্য চৌগাছা সমিতির আয়োজনে উপজেলা ও পৌরসভার ২০২ জন পঙ্গু, অস্বচ্ছল ও চলাচলে অক্ষম ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও ঢাকাস্থ্য চৌগাছা সমিতির সভাপতি নাসিমুল গনি (শেলী)। এ সময় তিনি বলেন, আমাদের সামজে যারা চলাচলে অক্ষম তাদেরকে কেউ বোঝা মনে করবনে না। আমরা যে যতটুকু পারি তাদের সাহায্যে এগিয়ে আসবো।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব চৌগাছার আর এক কৃতিসন্তান মাহাবুবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকাস্থ্য চৌগাছা সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পরিচালক (নিকডু) অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত, যশোরের পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা, ঢাকাস্থ্য চৌগাছা সমিতির দপ্তর সম্পাদক সাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় সিনিয়র সচিবের একান্ত সচিব মোঃ রাহাত বিন কুতুব, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকী, চৌগাছা উপজেলা সহকারী কমিশনার তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিরকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ আহসানুল মিজান রুমি, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুবিধাভোগীদের স্বজন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি আগত পঙ্গু ও চলাচলে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
এরপর তিনি চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে চৌগাছার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপনে যান। সেখানে পৌছালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম নাসিমুল গনিকে স্বাগত জানান। এরপর দলীয় নেতাকর্মী ও সুধিজনের উপস্থিতিতে মডেল মসজিদের তিনি ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া করেন।
দুপুর ১২ টার দিকে তিনি চৌগাছার আরেক কৃতিসন্তান ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাছানুজ্জামান রাহিনের নিজস্ব অর্থায়নে নির্মিত খাইরুন্নেছা নাসিং কলেজ উদ্বোধন করেন। উদ্বোধন পূর্ব তিনি কলেজের বিভিন্ন ভবন ও কক্ষ পরিদর্শন করেন। এরপর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি অংশ নেন।
খায়রুন্নেছা নাসিং কলেজের সভাপতি ও ডিভাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাছানুজ্জামান রাহিনের সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি (শেলী)।
এ সময় তিনি বলেন, চৌগাছার মাটিতে আজ শিল্প কলকারখানা গড়ে উঠেছে শুধুমাত্র রাহিনের কারনে আমি তাকে ধন্যবাদ জানায়। এখানে বিশ^মানের ২৫০ শয্যা একটি হাসপাতাল তৈরীর কাজ প্রায় তিনি শেষ করেছেন আজ উদ্বোধন হলো নাসিং কলেজ যা দেখে আমার নিজের কাছেই ভালো লাগছে। রাহিনের মত এমন শিল্পপতিরা দেশ গড়ার কাজে এগিয়ে আসলে দেশ দ্রুতই আরও উন্নত হবে।
তিনি নাসিং কলেজের শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, তোমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হলো। প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে এবং বড় হয়ে দেশ মাতৃকার সেবায় নিজেকে নিযুক্ত করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনার সাবেক সিভিল সার্জন চৌগাছা সরকারী হাসপাতাল মডেলের অন্যতম কারিগর চৌগাছার কৃতিসন্তান ডাঃ এ এস এম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত যশোরের পুলিশ সুপার রওনক জাহান, সিভিল সার্জন যশোরের ডাঃ মোঃ মাসুদ রানা, সাবেক অতিরিক্ত সচিব এ কে নাজমুজ্জামান শাহিন প্রমুখ বক্তব্য দেন। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রধান অতিথি সনিয়ির সচিব তার নিজ গ্রাম উপজেলার কয়ারপাড়ায় যান এবং সেখানে গ্রামবাসির সাথে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে তিনি ডিভাইন সেন্টারে পৌছান এবং সেখান মধ্যহৃভোজে অংশ নেন।