সারাদেশ

হাটহাজারীকে “কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ফিতা কেটে হাটহাজারী পৌরসভায় ‘কৃষকের হাট’ নামক প্রান্তিক কৃষকের ন্যায্য মুল্যের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে পৌরসভার কাচারী সড়কস্থ বক্স কালভার্ট এলাকায় এ হাটের উদ্বোধন করেন তিনি।

উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত “কৃষকের হাট” নামক ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্রটি করা হয়েছে মূলত কৃষকের জন্য। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য (সবজি) এ বিক্রয় কেন্দ্রে নিয়ে আসতে পারবেন এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য ( সবজি) বাজার দরের চেয়ে কম দামে ক্রয় করতে পারবেন। এখানে কোন তৃতীয় ব্যক্তি নেই। তাই কৃষকও ন্যায্য মূল্য পাবেন, ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পারবেন। এখানে মূল্য তালিকা টানানো থাকবে। এতে ক্রেতাগণ মূল্য তালিকা দেখেই কৃষকের উৎপাদিত পণ্যগুলো ক্রয় করতে পারবেন। এদিকে প্রথম দিনেই স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, কৃষক যাতে তার উৎপাদিত পণ্য ন্যায্য মুল্যে ক্রয়-বিক্রয় করতে পারেন সে লক্ষ্যেই এ হাটের উদ্বোধন করা হয়েছে। চাহিদা সাপেক্ষে পৌরসভার আরও কয়েকটি স্থানে এবং বিভিন্ন উপজেলায় এই ‘কৃষকের হাট’ বিক্রয় কেন্দ্রের কার্যক্রম পর্যায়ক্রমে বসানোর পরিকল্পনা রয়েছে। আবার এ হাটে ঠিক দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য ছদ্মবেশে প্রশাসনের লোকও নিয়োজিত থাকবে।

এসময় সময় ডিসি অফিসের সহকারী কমিশনারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, পৌর নির্বাহী প্রকৈশলী মো. বেলাল আহম্মেদ খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি পৌরসভার এগার মাইলস্থ বনজদ্রব্য পরীক্ষন ফাঁড়ি সংলগ্ন হাটহাজারী-অক্সিজেন সড়কের পৌরসভার সীমানা গেইট এবং পরে পৌরসভার কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং