সারাদেশ

হাটহাজারীতে নেশাগ্রস্ত ৩ যুবককে কারাদন্ড প্রদান

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার (১৭জুন) দুপুরে ৩ জন আসামীকে ৫ দিন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান৷ অভিযুক্ত ৩ আসামিকে ৩০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। তিনি জানান, গোপন সূত্রে জানতে পারেন অভিযুক্ত আসামীরা নেশাগ্রস্ত অবস্থায় এলাকার জনসাধারণের শান্তি বিনষ্ট করছে। সেজন্য অভিযুক্তদের হাতেনাতে ধরেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, মোঃ রানা (২০), পিং- মোঃ সিরাজ
সাং- আলীপুর ৪ নং ওয়ার্ড, মোঃ মাসুম মিয়া (১৯),
পিং- মোঃ রহিম, সাং- বীরহাট, আজমীরগঞ্জ, হবিগঞ্জ ও হৃদয় চৌধুরী (১৯),পিং- রিটু চৌধুরী, সাং- কামার পাড়া, হাটহাজারী। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,