হাটহাজারীতে প্রতিমা ভাংচুরের অভিযোগে আটক ১

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে সরস্বতী প্রতিমা ভাংচুর করার অভিযোগে এক দুর্বৃত্তকে আটক করেছে থানা পুলিশ
মঙ্গলবার ভোর রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফটিকা সেন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার অনুষ্ঠানের শেষে সবাই ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর রাতে এক দুর্বৃত্ত ঔ এলাকায় সরস্বতী প্রতিমা ভাংচুর ও পূজায় দেওয়া শিক্ষার্থীদের বই’ তে আগুন লাগিয়ে দেয়। প্রতিমা ভাংচুরের আওয়াজ এবং আগুন দেখতে পেয়ে ঐ দুর্বৃত্তকে আটক করে স্থানীয়রা। পরে থানা পুলিশকে সংবাদ অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে আটককৃত দুর্বত্তের পরিচয় পাওয়া না গেলে ও তার কথাবার্তায় ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে থানার ওসি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন।
এ ঘটনায় হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।