কুমিল্লায় যুবদলনেতা নিহত তৌহিদের পরিবারের সঙ্গে জিওসি’র সাক্ষাৎ, সবসময় সহায়তার আশ্বাস

হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের যুবদল নেতা মরহুম তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের চার সদস্য সোমবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকের সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জিওসি তৌহিদুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি পরিবারকে আশ্বস্ত করে জানান যে, এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত আদালতের কার্যক্রম চলমান রয়েছে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি, তৌহিদের পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা পাশে থাকবে এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে বলেও তিনি উল্লেখ করেন।
তৌহিদুল ইসলামের স্ত্রী ও পরিবারের সদস্যরা সেনাবাহিনীর এই আশ্বাসে স্বস্তি প্রকাশ করেন। একইসঙ্গে, তারা সেনা ক্যাম্পে মিথ্যা অভিযোগ দিয়ে প্রতারণার মাধ্যমে এ ঘটনা ঘটানোর অভিযোগ তুলেন এবং এর সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
এছাড়া, তৌহিদের মৃত্যুর ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁরা একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।