হাটহাজারীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি:
হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন ১,২,৩নং ওয়ার্ড বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র কাঠামো ৩১ দফার আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
রবিবার (২৩ মার্চ) ঈদগাহ স্কুল এন্ড কলেজের হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছিপাতলী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সিরাজদ্দৌলা ও ছিপাতলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল হোসেন মেম্বারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ছিপাতলী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ডাঃ আবুল খায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছিপাতলী ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম মাস্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফ, উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক খোকন শিকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, জয়নাল আবেদীন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।