সারাদেশ

হাটহাজারীতে হত্যাসহ দুই মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার 

হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আহসান লাভু (৫০) কে হত্যাসহ দুটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (০৯ মে) বেলা এগারটার দিকে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান গ্রেফতারের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তাকে পৌরসদরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
সূত্রে জানা গেছে, ছিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আহসান লাভু হাটহাজারীর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের ঘনিষ্ঠজন ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ ও  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর সদস্যরা পৌরসদরের নিজ বাসায় বিশেষ অভিযান চালিয়ে গত ২০২৪ সালের ৩১ আগস্ট মাসে দায়ের করা একটি হত্যা মামলা এবং অপর একটিসহ মোট দুটি মামলায় তাকে গ্রেফতার করে।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক জানান, গ্রেফতারকৃত কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,