হিমালয় কন্যা পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে উৎস-ডালিম

গোবিপ্রবি প্রতিনিধি:-
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর “হিমালয় কন্যা পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতি”র আগামী এক বছরের জন্য চতুর্থ কার্যনির্বাহী কমিটিতে (২০২৫-২৬ সেশনের) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ হাবিবুর রহমান (উৎস) কে সভাপতি ও ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ডালিম কুমারকে সাধারণ সম্পাদক উল্লেখ করে ৪৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
১৬ মার্চ (রবিবার) প্রধান পৃষ্ঠপোষক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা; সাবেক সভাপতি উর্মি আদনান টুই এবং সাবেক সাধারণ সম্পাদক সামিউল আলম সবুজ সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন পরিসংখ্যান বিভাগের মোঃ নুরজামাল ও সামিউল আলম রেজভী; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোঃ মোস্তাফিজুর রহমান মানিক; গণিত বিভাগের হাসান উজ্জামান সবুজ; ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শামীম হোসেন; কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ মোশাররফ হোসেন মুন্না; লোক প্রশাসন বিভাগের সাজেদুর রহমান সাজু; রসায়ন বিভাগের খোরশেদ আলম; মার্কেটিং বিভাগের আনন্দ মোহন; সমাজবিজ্ঞান বিভাগের সাবরিনা স্মৃতি; কৃষি বিভাগের পলাশ হোসেন ও শ্রাবণী আক্তার; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দীপু চন্দ্র রায়; আইন বিভাগের আফসানা মিমি আরজু; পদার্থবিজ্ঞান বিভাগের রবিউল ইসলাম এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের মহাদেব রায়।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পরিসংখ্যান বিভাগের রহিম বিশ্বাস রিজভী; স্থ্যাপত্যবিদ্যা বিভাগের তামিম হাসান; সাংগঠনিক সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের বিপ্লব চন্দ্র শীল; সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলা বিভাগের সায়েম সুলতান রুপক; দপ্তর সম্পাদক হিসেবে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের নাফিসা তাবাসসুম; অর্থ-সম্পাদক হিসেবে ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের চয়ন রায়; উপ অর্থ-সম্পাদক হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অরুণ রায়; ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে মৎস্য ও সামুদ্রিক জীববিজ্ঞান বিভাগের তাসমিরা আক্তার হিরা; প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের তাসনিয়া তাবাসসুম; ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে প্রানীবিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের মোঃ সুজন রানা; সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের কামরুল ইসলাম এবং সদস্য পদে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
কমিটির নতুন সভাপতি মোঃ হাবিবুর রহমান (উৎস) বলেন, “আমি আশাবাদী পঞ্চগড় জেলা থেকে আগত শিক্ষার্থীরা, জেলা সমিতির এই প্লাটফর্ম থেকে নূন্যতম মৌলিক কিছু দক্ষতা অর্জন করতে পারবে। আমি আমার জায়গা থেকে জেলার সিনিয়র ও সফল ব্যক্তিদের সাথে জুনিয়রদের প্রোপার নেটওয়ার্কিং এর ব্যাবস্থা করার ওপর গুরুত্বারোপ করবো”।