সারাদেশ

হেলপার চালাচ্ছিলেন বাস, মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ট্রাকচালকের

 

সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার (পাবনা)

পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক সেলিম হোসেন (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের এবং বাসের হেলপার গুরুতর আহত হন। হেলপার বাসটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে পাবনা-ঢাকা মহাসড়কের লস্করপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক সেলিম হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি থানার মৃত আব্দুল গনির ছেলে। আহতরা হলেন- ট্রাক হেলপার একই এলাকার মো. শহীদের ছেলে মো. তারেক (৩৫) এবং বাসের হেলপার পাবনার টেবুনিয়া এলাকার আইয়ুব আলীর ছেলে আলামীন (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ফেরত পাবনা এক্সপ্রেস টার্মিনালে যাত্রী নামিয়ে দেওয়ার পর বাসের হেলপার আলামীন দ্রুতগতিতে বাসটি গ্যারেজ করার জন্য চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সুনামগঞ্জ থেকে পাথরভর্তি করে একটি ট্রাক মাওয়া যাওয়ার পথে পাবনা-ঢাকা মহাসড়কের বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক সেলিম নিহত হন। গুরুতর আহত ট্রাকের ও বাসের হেলপারকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পাবনা থানার ওসি আব্দুস সালাম জানান, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,