সারাদেশ

জুলাই আন্দোলনে আহত বাচ্চু মিয়ার অর্থের অভাবে হচ্ছে না চিকিৎসা

মোঃ বিপুল হোসেন, নান্দিনা (জামালপুর সদর) প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট। পরিবারের অন্যান্য সদস্যরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। জুলাই আন্দোলনে আহত হওয়ার আগে তিনি মায়ের সঙ্গে ঢাকার রামপুরায় থাকতেন এবং একটি গার্মেন্টসে কাজ করতেন। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে কাজে ফিরতে পারেননি, ফলে মা-ছেলে দুজনকেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

গত বছরের ১৯ জুলাই সকালে ঢাকার রামপুরা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। একসময় শুরু হয় পুলিশের গুলিবর্ষণ। বাড়ি ফেরার পথে সেখানে গুলিবিদ্ধ হন তৈরি পোশাক শ্রমিক বাচ্চু মিয়া। গুলিটি তার হাঁটু ভেদ করে চলে যায়। বর্তমানে প্রয়োজনীয় অর্থের অভাবে থমকে আছে তার চিকিৎসা।

জানা যায়, শুরুর দিকে কিছুদিন চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হতে পারেননি বাচ্চু মিয়া। অর্থ সংকটের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসা চালিয়ে যাওয়ার মত সরকারি-বেসরকারিভাবে তেমন কোনো অনুদানও পাননি তিনি। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে নিদারুণ দুর্দশায় পড়েছেন তিনি।

বাচ্চু মিয়া জানান, গত বছরের ১৯ জুলাই সকালে ঢাকার রামপুরা এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে সামনে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এ সময় গার্মেন্টস ছুটি পেয়ে বাড়ি ফেরার পথে আন্দোলনের মধ্যে পড়ে যান তিনি। একপর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে একটি গুলি তার বাম হাঁটুতে বিদ্ধ হয়। গুলিটি হাঁটুর ভেতর দিয়ে বেরিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অর্থাভাবে বেশিদিন চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

বাচ্চু মিয়া আরো জানান, তার মা ঢাকায় গৃহকর্মীর কাজ করে কিছুদিন তার চিকিৎসার খরচ চালান। কিন্তু চিকিৎসার ব্যয় বেশি হওয়ায় এখন সেটাও বন্ধ। হাঁটতে হলে তাকে স্ট্রেচার ও লাঠির সহায়তা নিতে হয়। সরকারের কাছে তার আবেদন, যেন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়, যাতে তিনি সুস্থ হয়ে পরিবারের হাল ধরতে পারেন।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জিন্নাত শহীদ পিংকি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও কিছু নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি আশ্বাস দেন যে প্রশাসন সব সময় বাচ্চুর পাশে থাকবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং