সারাদেশ

ফেনীর মহিপালে টমটম চালক হত্যা মামলায় সনদ জালিয়াতির তদন্তের নির্দেশ এবং বাচ্চুর জামিন বাতিল।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর মহিপালে টমটম চালক হত্যা মামলায় সনদ জালিয়াতি করে জামিন পেলেন ফেনীর আওয়ামী লীগ নেতা বাচ্চু।নিম্ন আদালত জামিন বাতিল করে সনদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়ে বাচ্চুর জামিন বাতিল করেন।ফেনীর মহিপালে গনহত্যা মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা বাচ্চু,চিকিৎসা সনদ জালিয়াতি করে হাইকোর্ট থেকে জামিন নেন।ছাত্র জনতার আন্দোলনে গুলি করে ও কুপিয়ে গণহত্যায় অংশ নেওয়া ফেনী জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন বাচ্চু প্রকাশ ডাইল বাচ্চু টমটম চালক জাফর হত্যা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে রোববার ফেনী জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরন করেন।এছাড়া ঘটনার দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসামি বাচ্চু চিকিৎসাধীন ছিলো এই মর্মে জালিয়াতির মাধ্যমে চিকিৎসা সনদ তৈরী করে হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করার অভিযোগ উঠায় আদালত বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মেসবাহ উদ্দিন ভুইয়া।এই আওয়ামী লীগ নেতা বাচ্চু শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কস্থ জেডইউ হাসপাতালের চেয়ারম্যানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে তারই পেক্ষাপটে জাল সনদ তৈরি করে আগাম জামিন নেন,আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন এবং সনদ জালিয়াতির বিষয় তদন্তের নির্দেশ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং