সারাদেশ

টেকনাফে অপহরণ চক্রের এক মূলহোতা আটক ভিকটিম উদ্ধার ৪

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে টেকনাফের কুখ্যাত অপহরণকারী দলের মূলহোতা আবু তালেব নামক এক ব্যক্তিকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে এসময় ৪জন ভিকটিমকে উদ্ধার করেছে বিজিবি।
আটক ব্যক্তি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত ফজল হকের ছেলে আবু তালেব (৩৫)।
সোমবার (১০ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন, ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল আশিকুর রহমান।
উদ্ধারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়ন নয়াপাড়া এলাকার বাসিন্দা, মো. মনির আহমেদ এর ছেলে মো. জাবের (২৮), মো. মাহমুদ হোসেনের ছেলে মো. রায়হান মনু (২০), মো. সেলিমের ছেলে মো. রায়হান (১৮), মো. জমির আহমেদ এর ছেলে মো. জাকারিয়া (১৮)।
টেকনাফ (২বিজিবির) অধিনায়ক আশিকুর রহমান বলেন, জানা যায় নয়াপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে এবং কুখ্যাত অপহরণকারী দলের মূলহোতা মো. আবু তালেব (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় তার চক্রান্তের জাল বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আবু তালেব গত ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে ৫ জন স্থানীয় নিরীহ লোককে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে টেকনাফের নতুন পল্লান পাড়া পাহাড়ি এলাকায় তার সহযোগীদের হাতে তুলে দেয়। এ সময় তাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরে ১০ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ১১টার দিকে উক্ত ঘটনাস্থল থেকে মো. জাবের (২৮) নামের অপহৃত এক ব্যক্তি অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে আসতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, জাবের আলী জানিয়েছে বাড়ি থেকে বের করে আবু তালেব ও তার সহযোগীরা তাদেরকে নির্মম নির্যাতনের মুখে ফেলে মুক্তিপণ দাবি করছে। পরবর্তীতে অপহৃত ভুক্তভোগীদের পরিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপিতে এসে অভিযোগ জানালে, বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি টহলদল স্থানীয় জনগণের সহায়তায় অপহরণকারী তালেবকে  আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় অপহৃত ব্যক্তিদের অভিভাবকদের পক্ষ থেকে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
সর্বশেষ জানা যায়, অপহৃত ব্যক্তিদের উদ্ধারে অভিযানিক কার্যক্রম চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,