উজ্জ্বল কুমার দাস,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ই ফেব্রুয়ারী, সোমবার বিকেলে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনে কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আসাদুল ইসলাম পান্না’র
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম.এ সালাম,প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক ডঃ শেখ ফরিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য মনিরুল ইসলাম খান,বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা,বাগেরহাট জেলা বিএনপির সদস্য এ্যাড.মিজানুর রহমান,কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ,কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান শহীদুজ্জামান মিল্টন,কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বেদার উদ্দিন ডাকুয়া,কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেখ হুমায়ুন কবির,সেখ জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার সহ কচুয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গোপালপুর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী প্রমুখ।
এদিন দ্বি-বার্ষিক সম্মেলনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়া দিনব্যাপী নির্বাচনে গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছে মোল্লা আনোয়ার হোসেন,সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে শেখ আব্দুল গনি,সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে শেখ শহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে সহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে শেখ জাকির হোসেন।