খেলাধুলা

প্রাণ ফিরে পেলো জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম

প্রতিনিধি
জামালপুর

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব- ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ এর উদ্বোধন এর মধ্য দিয়ে বন্ধ থাকা প্রাণহীন জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম যেন নতুন করে প্রাণ ফিরে পেলো।

৫ আগস্ট ২০২৪ সালে সরকার পতনের পর জামালপুর জেলার নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী স্টেডিয়াম টি তে ক্যাম্প স্থাপন করলে খেলোয়াড় সহ সাধারন দর্শক দের স্টেডিয়ামে প্রবেশ নিষেদ করে সেনাবাহিনী এতে করে বন্ধ হয়ে যায় সকল ধরনের খেলাধুলা।

দীর্ঘ ৭ মাসের ও বেশি সময় খেলা না হওয়ার কারনে খেলার অনুপযোগী হয়ে পরে এই স্টেডিয়াম। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সাবেক পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ ( রেদুয়ান ) এর প্রচেষ্টায় ও জেলা প্রশাসক এর সহযোগীতায় মাঠটি খেলার উপযোগী করা হলে

গতকাল ১৪ ফেব্রুয়ারি ( শুক্রবার ) সকাল ৮:৩০ মিনিট এর সময় জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব, আফরিন আক্তার মনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ইফতেখার ইউনুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর সাবেক পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ ( রেদুয়ান ) উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামারপুর জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারন সম্পাদক, আরাফাত হোসেন শিশির সহ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য, তৌহিদুর রহমান রামিম।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে,বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেম ডেভেলপমেন্ট এর ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব- ১৬, ২০২৪-২০২৫ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ৯ টি জেলার অংশগ্রহণে জামালপুর,শেরপুর ও টাঙ্গাইল ৩ ভেনুতে অনুষ্ঠিত হবে এই খেলা।

আবারো চার ছাক্কার ফুলঝুরি ও দর্শক হাত তালির শব্দে মুখরিত হবে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়াম এই প্রত্যাশা ক্রীড়া প্রেমী সাধারন দর্শকদের।।

You may also like

Uncategorized খেলাধুলা

সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম জামালপুর জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি
খেলাধুলা

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা