নবীনগরে জামায়াতে ইসলামী শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

মোঃ খোকন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারী ২০২৫
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই শ্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ ফেব্রুয়ারী) সকাল ১১টাই নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা ও পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবীনগর পৌর জামায়াতের আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্ম পরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর আমীর মোহাম্মদ আব্দুল জব্বার। এছাড়াও
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল ৩ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল টিম সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক আমীর কাজী নজরুল ইসলাম খাদেম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য জেলা জামায়াতের আমীর মোঃ গোলাম ফারুক, বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি এড. আব্দুল বাতেন, জেলা জামাতে ইসলামী সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন নাঈম, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম বাশার, আমির হোসাইন, রাজিফুর হাসান বাপ্পি, এড. মকবুল হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি গোলাম কিবরিয়া মোল্লাসহ,কেন্দ্রীয়, উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই। জামায়াতে ইসলামী সর্বদাই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্ত শেখ হাসিনা ফেসিস্ট সরকার গত ১৫ বছর আমাদের দলের নেতা-কর্মীদের ওপর যে অন্যায়-অত্যাচার জেল জুলুম ও দমন-পীড়ন করেছে, সেটা আর কোন দলের ওপর করা হয়নি। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও ফাঁসিতে ঝুলিয়েছে’এবং জেলে থাকা নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন।