সারাদেশ

সোনালী কাবিনের স্রষ্টা কবি আল মাহমুদ স্মরণোত্তসব শুরু।

মোঃ খোকন
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।

সোনালি কাবিন’ খ্যাত কবি আল মাহমুদ স্মৃতি হয়ে যাওয়ার ছয় বছর পূর্তিতে কবিকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন তার ভক্ত-অনুরাগীরা। কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে  ব্রাহ্মণবাড়িয়ায় তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন এবং সোনালী কাবিন পদক-২০২৫’ ঘোষণা করেছে।

শনিবার(১৫ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজনের মাধ্যমে শুরু হয় আল মাহমুদ স্মরণোত্তসব।এর আগে সকালে কবির কবরে সুরা ফাতিহা পাঠ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয়।

তিনদিন ব্যাপী স্মরণোত্তসবের প্রথমদিনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.জেড.এম আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মহাপরিচালক অধ্যাপক  আসাদুজ্জামান, অনুষ্ঠানে উদ্ভোধক কবি আল মাহমুদ গবেষণা ও স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান মোল্লা কচি, কবি রহমান মাজিদ, কবির ছেলে কবি মনির হোসেন, কবি ইমরান, কবি আল মাহমুদ গবেষণা ও স্মৃতি পরিষদের সভাপতি ইব্রাহিম খান সাদাত প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কবি আল মাহমুদ গবেষণা ও স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক লিটন হোসেন জিহাদ। এসময় বিশিষ্ট কবি ও কবির স্বজন পরিবারবর্গের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি স্মরণোৎসব উদ্ভোধন করা হয়েছে। তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে ‘সোনালী কাবিন পদক’ তুলে দেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,