ফেনীর দাগনভুঞাঁয় ছাগলনাইয়ায় আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়ায় আজ থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী অমর একুশে বইমেলা।একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাগলনাইয়া উপজেলার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৫ খ্রিঃ।২১ শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ টায় পুষ্পস্তবক অর্পণের পর উদ্বোধন হয়ে মোট ৩ দিনব্যাপী চলবে এই আয়োজন।ছাগলনাইয়া কেন্দ্রীয় শহিদ মিনার প্রকাশ পৌরশহরের আদালত মাঠে ১ম দিন দিনব্যপী এবং পরবর্তী ২ দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই আয়োজন চলবে।ছাগলনাইয়া উপজেলার সকল স্তরের শিক্ষার্থী,সুশীল সমাজসহ উপজেলার সকল নাগরিকবৃন্দের প্রতি এই আয়োজনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।