ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ছাগলনাইয়া পাইলট বালিকা বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।বিদ্যালয়ের সভাপতি ও ফেনীর ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাগলনাইয়ার পৌরসভার মেয়র মোঃআলমগীর বি এ সভাপতিত্বে ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী তাসরিন জেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কপিল উদ্দিন সরকার।বক্তব্য রাখেন,বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মিজানুর রহমান মজুমদার ও শিক্ষক প্রতিনিধি মোঃমনির উদ্দিন প্রমূখ।মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আতিক উল্লাহ ইউসুফী।শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।