সারাদেশ

রায়পুরে ১৬ বছর পর বিএনপির স্বতঃস্ফূর্ত মাতৃভাষা দিবস পালিত 

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুর রায়পুরে ১৬ বছর পর বিএনপির ও সহযোগী সংগঠন স্বতঃস্ফূর্ত মাতৃভাষা দিবস পালন করেন।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা নাগাদ  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম  নাজমুল ইসলাম মিঠু , সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র এবিএম জিলানী, সদস্য সচিব সফিকুল ইসলাম আলমাস।

আরোও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ  এডভোকেট এমরান হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জাকির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুজন পাটোয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক  আকবর হোসেন সম্রাট, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার কবির ফয়সাল, সদস্য সচিব  আরিফুল ইসলাম মিস্টার, ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় , সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান রিফাত, উপজেলা তাতীদলের আহ্বায়ক ফিরোজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চৌধুরী, পৌর তাঁতীদলের আহ্বায়ক বোরহান উদ্দিন,পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রুবেল সহ প্রমুখ।

 

এ সময় পৌর বিএনপির সদস্য সচিব সফিকুল ইসলাম আলমাস বলেন, ‘ভাষা আন্দোনের সোপান পেরিয়ে আমরা ধীরে ধীরে স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছি। যখন আমরা স্বৈরাচারের কবলে পড়েছি, তখন বায়ান্ন আমাদের লড়াই করতে উদ্বুদ্ধ করেছে। বায়ান্নর প্রেরণায় আমরা দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মীকে খুন করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে। এই প্রেরণায় দীর্ঘ রক্তাক্ত পথ পেরিয়ে জুলাই-আগস্ট হয়েছে।’

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। পরে যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তাদের মধ্য দিয়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। নির্বাচন দীর্ঘায়িত করা উচিত হবে না।’

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,