চৌগাছায় দুই দিনব্যাপী বই মেলা

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বই মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন কয়ারপাড়া গ্রামে মাষ্টার সোলাইমান হোসেন পাবলিক লাইব্রেরী চত্ত্বরে বই মেলার উদ্বোধন করা হয়।
বই মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোরের ভাতুড়িয়া কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী।
কবি ও লেখক এম শাহিন মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাকশিয়া কলেজের সহকারী অধ্যাপক কবি শেখ মাফিজুল ইসলাম, চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ, দৈনিক যশোর বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং প্রেসক্লাব চৌগাছার আহবায়ক শিহাব উদ্দিন।
অন্যানের মধ্যে আলোচনা করেন চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লেখক এম হাসান মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, কবিরুল ইসলাম, ফারুক আহমেদ, জাফর ইকবাল রিপন প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ দুই দিনব্যাপী চলা বইমেলা ঘুরে দেখার পাশাপাশি মেলায় আগত বিভিন্ন লেখক ও কবিদের লেখা বই দেখেন।