প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার চৌগাছায়

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছায় বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের আয়োজনে প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্তরে অনুষ্ঠিত প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিতেত্ব প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপ সচিব প্রশান্ত কুমার দাস। প্রধান আলোচক বিসিএসআইআর ঢাকার সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. উম্মে শারমিন আক্তার।
অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনারুল করিম প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করেন।