Uncategorized

ফরিদগঞ্জে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে জামাআত

মোঃ সোহেল রানা :
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা, অশ্লীল ছবি ও বেহায়াপনা ,ছিনতাই, রাহাজানি, দূর্নীতি ও মাদক সেবন বন্ধের দাবিতে জামাআতে ইসলামি বাংলাদেশ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার উদ্যোগে স্বাগত মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ টায় জামাআত ইসলাম ফরিদগঞ্জ উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ড মোড়ে সমবেত হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগন বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা মুসলমানদের ঈমানী দ্বায়িত্ব।  সমস্ত অশ্লীলতা, বেহাপনা বন্ধ করতে হবে। দিনের বেলায় হোটেল – রেস্তোরাঁ বন্ধ রাখতে সংশ্লিষ্ট মালিকগণ কে আহবান জানান। আইনশৃঙ্খলা উন্নতি, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ, মাদক  সেবন, ছিনতাই, রাহাজানি, সর্বস্থরে দূর্নীতি বন্ধ করে দেশে স্ফীতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানান।

এসময় তারা ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেন-অন্তত রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন। সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে ধরুন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে খেয়ে যেন মানুষ কমপক্ষে রোজা রাখতে পারে সে ব্যবস্থাটুকু করারও আহবান জানান নেতৃবৃন্দ।

জামাআতে ইসলামি ফরিদগঞ্জ শাখার আমীর ইউনুছ হেলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামাআতের আমীর বিল্লাল হোসেন মিয়াজী, ইমরান হোসাইন ও আবু তাহের প্রমূখ।

 

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨