রাজনীতি

গাজীপুর কোনাবাড়ীতে গণ অধিকার পরিষদের কর্মীসভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের উদ্যোগে কোনাবাড়ী মেট্রো থানা গণ অধিকার পরিষদের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ৯টায় এই কর্মীসভা শেষ হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি হাজী মোবারক হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক মমিন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি শিপন হাওলাদার, কোনাবাড়ী মেট্রো থানা গণ অধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন, কোনাবাড়ী মেট্রো থানা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল হাকিম কাওছার, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ সুরুজ বিশ্বাস, ছাত্র অধিকার পরিষদের সভাপতি কে আই লোকমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি মোবারক হোসেন সরকার বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, শ্রমজীবী ও মেহনতী মানুষের বাংলাদেশ। আমরা ভিপি নূরের সালাম গাজীপুর মহানগরের প্রতিটি ঘরে পৌঁছে দেবো।”

গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিন আকন্দ বলেন, “কোনাবাড়ী মেট্রো থানা গণ অধিকার পরিষদ ইতোমধ্যেই গাজীপুর মহানগরে সবচেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউনিট হিসেবে প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে সাধারণ মানুষের সেবা করবে গণ অধিকার পরিষদ।”

সভাপতি পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন বলেন, “গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থকে সামনে রেখে তারুণ্যের বাংলাদেশ গড়তে চাই। স্বচ্ছ রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে গণ অধিকার পরিষদ ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। আমি যদি দায়িত্ব পাই, তাহলে ভিপি নূরের নেতৃত্বকে শক্তিশালী করতে এবং গাজীপুর মহানগর কমিটির পরামর্শ অনুযায়ী কোনাবাড়ী মেট্রো থানা গণ অধিকার পরিষদকে আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করব ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কর্মীসভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহ দেখা যায়।

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ