সারাদেশ

ফেনীর সোনাগাজীতে ড্রীল মেশিন দিয়ে ছাএলীগ নেতার পায়ের রগ কর্তন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীতে অসুস্থ্ মাকে দেখতে এসে হামলার শিকার ছাত্রলীগ নেতা,ড্রিল মেশিন দিয়ে ছিদ্রের পর কেটে দিয়েছে পায়ের রগ।ফেনীর সোনাগাজীতে মায়ের অসুস্থতার খবর পেয়ে হামলার শিকার হলেন ছাত্রলীগ নেতা।তাকে বাড়ি থেকে তুলে নিয়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্রের পর পয়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।ঘটনাটি বৃহস্পতিবার বিকালে উপজেলার মজলিশপুর ইউনিয়নের রাগবপুর গ্রামে ঘটে।ওই ছাত্রলীগ নেতার নাম দ্বীন মোহাম্মদ ফিরোজ,সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মজলিশপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি। সে রাঘবপুর গ্রামের মনির উদ্দিন হাজী বাড়ির সাহাব উদ্দিনের ছেলে।গুরতর আহত ছাত্রলীগ নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।ঘটনার জন্য আহতের পরিবার স্থানীয় আবুল হোসেন লিটন ও তার অনুসারীদের দায়ী করেছেন।স্থানীয়রা জানায়,ঘটনার আগে ১০/১২ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিরোজকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়।এই সময় তারা তাকে একটি নির্মানাধীন বাড়িতে নিয়ে কয়েক ঘন্টা নির্যাতন চালায়।খবর পেয়ে পুলিশ এলে তারা তাকে মুমূর্ষ অবস্থায় রেখে পালিয়ে যায়।পরে পরিবারের সহায়তায় পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।ছাত্রলীগ নেতার মা সুলতানা আক্তার বলেন,আমার আমেরিকা প্রবাসী ভাই মিজানুর রহমান ও দেলোয়ার হোসেনের সাথে স্থানীয় নেতা আবুল হোসেন লিটনের বাড়ির সিমানা নিয়ে বিরোধ রয়েছে।গত কয়েক বছর আগে আবুল হোসেন লিটন নির্মানাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার চেষ্টা করলে আমার ছেলে বাধাঁ দেয়।এই নিয়ে আমার ছেলের সাথে লিটনের দ্বন্ধ শুরু হয়।গত দুই মাস আগে লিটন স্ত্রী হত্যা মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে আমার ছেলেকে কয়েক দফা হামলার চেষ্টা করেন।তাদের ভয়ে আমার ছেলে এলাকা ছেড়ে আত্মগোপন করে।আমার অসুস্থতার খবর পেয়ে ছেলে কয়েক দিন আগে গোপনে বাড়িতে আসে।খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে লিটন তার দলবল নিয়ে আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং তিন ঘন্টা আটক রেখে ড্রিল মেশিন দিয়ে ছিদ্রের পর পায়ের রগ কেটে দেয়।এছাড়াও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।ছেলেকে উদ্ধার করতে গেলে তারা আমার বোন মোমেনা আক্তার ও কাউসার নামে ব্যক্তিকে পিটিয়ে আহত করে।আমি তাদের হাতে পায়ে ধরে মিনতি করেও ছেলেকে নির্যাতন থেকে রক্ষা করতে পারিনি।তিনি জানান তার ছেলে গুরতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে,দুই দিনেও তার জ্ঞান ফিরেনি।অভিযুক্ত আবুল হোসেন লিটন বলেন,তার মামাদের সাথে আমার দ্বন্ধ রয়েছে এটা ঠিক কিন্তু ফিরোজের উপর হামলার ঘটনায় আমার কোন যোগসুত্র নেই।তাহলে কারা হামলা করেছে প্রশ্নের জবাবে তিনি চুপ থাকেন।সোনাগাজী মডেল থানার ওসি জানায়,হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,