সারাদেশ

কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল

হাবিবুর রহমান মুন্না
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্দেগ্যে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ)বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় ও কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন।
আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, সাংবাদিকদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদে সাদাকে সাদা কালোকে কালো প্রকাশ প্রচারের সহযোগিতা করার আহ্বান জানান। বিগত দিনে ঝুঁকি ও চ্যালেঞ্জসত্ত্বেও অনেক সাংবাদিক সত্য প্রকাশ করেছেন। সকল সত্য জাগ্রত নির্ভীক সৎ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ বলেন, সমাজে যে কোনো ভূমিকায় সাংবাদিকদের অবদান অপরিসীম। সাংবাদিকদের ভূমিকায় একটি আন্দোলন বাঞ্ছালও হতে পারে আবার সে সাংবাদিকদের ভূমিকা আন্দোলনে সফলতা অর্জন করতে পারে। এর উৎকৃষ্ট উদাহরণ চব্বিশের আন্দোলন।
এসময়  কুমিল্লার বিভিন্ন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,