সারাদেশ

ছাতকে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
সারা দেশে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে আমজনতার অংশগ্রহণে উপজেলা শহরের প্রাণ কেন্দ্র থানা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনের পর ছাতক-সিলেট মহাসড়কের ট্রাফিক পয়েন্টে ভাস সামনে সড়কে ধর্ষকের প্রতিবাদ জানান মানববন্ধনে অংশগ্রহণ করা জনতা।
মানববন্ধনে স্লোগানে বলেন ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, সারা বাংলায় খবর দে ধর্ষকের কবর দে, তুমি কে আমি কে আছিয়া আছিয়া, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’।
এসময় বক্তব্যে বলেন, সারা দেশে মানববন্ধন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে কিন্তু ধর্ষকের শাস্তি হচ্ছে না। এত আন্দোলন করার পরও ধর্ষকের শাস্তি না হওয়ায় আমরা সাধারণ আমজনতা যারা আছি, আমরা হতাশা হয়েছি। অথচ একজন ধর্ষক যিনি প্রমাণিত হওয়ার পরও তার বিচার হয় না। আমরা এর দ্রুত সর্বোচ্চ শাস্তি চাই।
এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এম সাইফুদ্দীন আহমেদ, রুহুল আমিন,তাজিদুল ইসলাম, সাদেক আহমদ, খালেদ আহমদ রাজেদ, ইকবাল হুসাইন রাজা। আলি হুসাইন সহ আরও প্রমূখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,