ফুলবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালি ও আলোচনা

রফিকুল ইসলাম মানিক : ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সোমবার সকাল ১১টায় র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জয়নাল আবেদীন বাদল, ইউপি সদস্য শাহজাহান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, দুর্যোগে ভয় না পেয়ে নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্তুতি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব। দুর্যোগ প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে যে কোন দুর্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।