সারাদেশ

ফেনী জেলা ডিবি পুলিশ কর্তৃক ৭ কেজি গাজা উদ্ধার ৩ জন আসামী গ্রেফতার।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী জেলা ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাজা উদ্ধার এবং ৩ জন আসামী গ্রেফতার।সারাদেশে চলমান ডেভিল হান্ট অভিযান চলাকালে ফেনী জেলার পুলিশ সুপার,হাবিবুর রহমান এর সার্বক্ষণিক নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস)নোবেল চাকমা এর সার্বিক তত্বাবধানে এবং ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার-ইন-চার্জ,মর্ম সিংহ ত্রিপুরা এর প্রত্যক্ষ তদারকীতে ১০ তারিখ রাতে অভিযান চালিয়ে ফেনী জেলার গোয়েন্দা শাখা ডিবির এর বিশেষ ২ নং টীমের সদস্যগন এসআই সাঈদ নুর,এসআই শাহাবুদ্দিন,এএসআই সঞ্জয় কুমার নাথ,এএসআই সরোয়ার,কং ৭৮৯ মোশারফ,কং ৩৫৫ জাহাঙ্গীর গন ফেনী সদর থানাধীন ফতেহপুর ফ্লাইওভার এর নিচে রেললাইনের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া গেফতারকৃত আসামী১।খুরশিদ আলম বাসু এর হেফাজত হইতে ০৩কেজি গাজা ২।রিন্টু চন্দ্র দাস এর হেফাজত হইতে ০২কেজি গাজা এবং ৩।মো:জসিম এর হেফাজত হইতে ০২কেজি গাজাসহ সর্বমোট ০৭ কেজি গাজা উদ্ধার করেন।এই সংক্রান্ত ফেনী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।ফেনী ডিবির অফিসার ইনচার্জ মর্ম সিংহ এিপুরা বলেন মাদক বিরোধী অভিযান নিয়মিত চলবে এবং মাদকের বিরুদ্ধে ফেনী জেলা পুলিশ সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,