সারাদেশ

যাকাত কোনো অনুদান নয়,এটা ধনীদের সম্পদে গরীবের হক-লিয়াকত আলী ভুইয়া।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার আয়োজনে  লক্ষীয়ারা মাদ্রাসা মিলনায়তনে গতকাল সোমবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ফেনী জেলার সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশ থেকে দরিদ্রতা বিমোচনে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে।ধনীদের সম্পদের উপর নির্ধারিত হারে যাকাত ফরজ করেছেন মহান আল্লাহ। যাকাত কোন দান কিংবা নয় এটা হচ্ছে ধনীদের  সম্পদের উপর গরিবের অধিকার।তিনি আরো বলেন, দেশে চলমান অরাজকতা তথা খুন খারাপি ও অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হলে ইসলামী অনুশাসন মেনে চলার বিকল্প নেই।আল্লাহর আইন ও সৎ লোকের শাসন তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে দেশে শান্তি ফিরে আসবে।তাই সবাই মিলে মিশে আল্লাহর আইন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোকে ভোটের মাধ্যমে ক্ষমতা আনতে হবে।স্থানীয় জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ,ফেনী সদর উপজেলার আমির মাওলানা মোঃনাদেরুজ্জামান,ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃজাহাঙ্গীর আলম ও সেক্রেটারি আব্দুল ওয়াদুদ।এই সময় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ইফতার পূর্বে দেশ জাতির কল্যাণ ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,