সারাদেশ

সন্তানের খাবার তৈরির সময় প্রতিবন্ধীর শরীরে আগুন, অর্থের অভাবে চিকিৎসা বন্ধ 

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটায় শিশু সন্তানের খাবার তৈরি করার সময় আগুনে দগ্ধ হয়ে বিছানায় কাতরাচ্ছে রাবেয়া (২৩) নামের কথা বলতে না পারা এক প্রতিবন্ধী নারী। আর্থিক সংকটে বঞ্চিত চিকিৎসা সেবা।
দগ্ধ হওয়া রাবেয়া উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোলবুনিয়া এলাকার প্রতিবন্ধী মো. ইদ্রিস মিয়ার মেয়ে। তার স্বামীর বাড়ি পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলায়।
জানা যায় হতদরিদ্র পরিবারে বেড়ে ওঠা প্রতিবন্ধী বাবার ঘরে জন্ম নেয়া আরেক বাকপ্রতিবন্ধী মেয়ে, শত কষ্টের মাঝেও দরিদ্র পরিবারে লালনপালন শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার শাহিনের সাথে, কথা বলতে না পারা রাবেয়ার কোল জুড়ে দুনিয়ায় আসে ফুটফুটে বাচ্চা, সেই বাচ্চার জন্য খাবার তৈরি করতে গিয়ে গায়ে জড়ানো ওড়নায় আগুন লেগে ঝলসে যায় রাবেয়ার পুরো শরীর, তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল এর বার্ন ইউনিটে ভর্তি করানো হয়, মাসব্যাপী চিকিৎসা শেষে অর্থের অভাবে করাতে পারেনি পরিপূর্ণ চিকিৎসা, স্বামী শাহিন মিয়ার পরিবারও চলে দিনমজুর করে, স্ত্রীকে পরিপূর্ণ চিকিৎসা করানোর মত নাই তারও কোন অর্থ।
পরে পরিপূর্ণ চিকিৎসা না করেই নিয়ে আসে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নে তার বাবা ইদ্রিস মিয়ার ঘরে, এদিকে ইদ্রিস মিয়া একজন প্রতিবন্ধী তার সংসার চালাতেই কষ্ট হয়ে যায় এর মধ্যে আবার আগুন ঝলসানো বাকপ্রতিবন্ধী মেয়ের চিকিৎসা! সবমিলিয়ে খবার সহ নানা খরচে ইদ্রিস মিয়ার জীবন চলে হতাশার মধ্যে, তবুও মেয়েকে আগলে রেখে যতটুকু সম্ভব গ্রাম্য চিকিৎসক দিয়ে চালিয়ে যাচ্ছেন নামমাত্র চিকিৎসা।
আগুনে দগ্ধ হওয়া রাবেয়ার পরিবার জানান বর্তমানে রাবেয়ার বাচ্চার বয়স মাত্র ৬ মাস, আগুন দগ্ধ হওয়ার কারনে রাবেয়া ঠিকমত হাঁটাচলা ও বসতে পারে না, তার মধ্যে আবার ৬ মাসের বাচ্চার লালনপালন করতে হয়। তারা আরও বলেন আমাদের কাছে বর্তমানে কোন টাকাপয়সা নাই, চিকিৎসা তো দূরের কথা দুমুঠো খাবার খাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে, এর মধ্যেও রাবেয়ার চিকিৎসার জন্য মঠবাড়িয়া থেকে একজন গ্রাম্য ডাক্তারের মাধ্যমে সাধ্য অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছি।
রাবেয়ার প্রতিবেশীরা জানান যে, আমরা সাধ্য অনুযায়ী আর্থিক সহযোগীতা সহ পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু বর্তমানে খুবই কষ্টের মানবেতর জীবনযাপন চলছে, সমাজের বিত্তবান  লোকজন যদি এই অসহায় পরিবারের পাশে দাড়ায় তবে রাবেয়ার চিকিৎসা সহ চলমান সংকট দূর হতে পারে, এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন আর্থিক খাৎ রযেছে, তা থেকে যদি কিছু সহযোগিতা আসতো তবে কিছুটা হলেও সুস্থ জীবনযাপন কাটাতে পারতো।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,