সারাদেশ

চিরিরবন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন অফিস পরিদর্শন ও মতবিনিময়।

এনামুল মবিন(সবুজ)
প্রতিনিধি দিনাজপুর.
দিনাজপুর চিরিরবন্দরে জেলা প্রশাসক কতৃক বিভিন্ন দপ্তর পরিদর্শন ও কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১১ মার্চ) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স, উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন শেষে বিকেলে উপজেলায় কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শেষে ২৫ জন অসহায় এবং দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা মৎস্য অফিসার সুমন কুন্ড, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল ইফরান, আরএমও ডাঃ সৌভিক রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, থানার অফিসার ইনচার্জ আঃ ওয়াদুদ, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা আইসিটি অফিসার মোঃ মাইদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার হামিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক হালিমুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামীসহ সকল দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা প্রশাসক হাসপাতালের ভর্তিকৃত রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার সাথে সেবা দেয়ার নির্দেশনা দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং