সারাদেশ

দেবীগঞ্জে সৌদি সরকারের দেয়া খেজুর মাদরাসা, এতিমখানায় বিতরন

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
সৌদি সরকারের দেয়া গরীব এবং দুস্তদের জন্য খেজুর দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের ৬০টি মাদরাসা ও এতিমখানায় বিতরন করা হয়। ১২ মার্চ বুধবার দেবীগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে এসব খেজুর প্রদান করা হয়।
সৌদি আরবের কিং সালমান হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার এসব খেজুর বিতরনের জন্য উপহার হিসেবে প্রদান করেন।
দেবীগঞ্জ উপজেলায় প্রতি কার্টুনে ২০ কেজি করে ৮ কার্টুন খেজুর দেয়া হয়।
পঞ্চগড় জেলার ৫ উপজেলায় দুই ধাপে ৩৭ কার্টুন করে ৭৪ কার্টুন খেজুর দেয়া হয়। এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ১৬ কার্টুন, তেতুঁলিয়া উপজেলায় ১২ কার্টুন,  আটোয়ারী উপজেলায় ১৪ কার্টুন, বোদা উপজেলায় ১৬ কার্টুন ও দেবীগঞ্জ উপজেলায় ১৬ কার্টুন।
৬০টি মাদরাসায় প্রায় ৩ হাজার ছাত্র ছাত্রী ও এতিমদের মাঝে ইফতার করার জন্য এসব খেজুর দেয়া হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খেজুর বিতরন করেন। এসময় দেবীগঞ্জ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ মোঃ আমীন আহসান, দেবীগঞ্জ সমবায় কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজমসহ দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,