সারাদেশ

ডিমলায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে,আটক ১

হযরত আলী বেলাল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলা ডিমলা উপজেলায় ১১ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযোগ এর ঘটনায় রফিকুল ইসলাম (৫০) কে গ্রেফতার করেছেন ডিমলা থানা পুলিশ।
গ্রেফতারকারীকে গত বুধবার (১২ মার্চ) বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
মাগুরায় শিশু ধর্ষণের রেশ কাটতে না কাটতেই গত মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া গ্রামে ন্যক্কারজনক এই ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত অত্র গ্রামের মৃত চালানি মকবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)। এ ঘটনায় বাক-প্রতিবন্ধী শিশুটির বাবা ডিমলা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ডিমলা থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাক-প্রতিবন্ধী শিশুটির বাবা-মা শিশুটিকে বাড়িতে একা রেখে দিনমুজুরের কাজে যান। এলাকার প্রতিবেশী আটককৃত রফিকুলের বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি বাক-প্রতিবন্ধী শিশুটিকে ডেকে নিয়ে নিজ বাড়ির শয়ন ঘরে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে শিশুটির মা ওই সময়ে বাড়িতে ফিরে আসলে শিশুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশী রফিকুলের বাড়িতে শিশুটিকে খুঁজে পায়। পরে বাক-প্রতিবন্ধী শিশুটির কাছ থেকে ঘটনা জেনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিমলায় নিলে সেখানে কর্মরত চিকিৎসক শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান। ঘটনাটি এলাকায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে জানাজানি হলে ডিমলা থানা পুলিশ রফিকুলকে গ্রেফতার করেন। বাক-প্রতিবন্ধী শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এবিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি  বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,