ফেনীর ফুলগাজীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
সারাদেশের ন্যায় ফেনীর ফুলগাজীতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
১৫ মার্চ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়া এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মোঃগোলাম কিবরিয়া। এই সময় উপস্থিত ছিলেন ডা:বিশ্বজিৎ ঘোষ,ড:পিংকি ঘোষ,স্বাস্থ্য পরিদর্শক মেজবাহ উদ্দিন,এমটিইপিআই ফরিদ উদ্দিন।শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।মোট ১৪৫টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা বিকাল ৪টা পর্যন্ত টিকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।এর আওতায় প্রায় ২৩ হাজার ২৭৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ৬-১১ মাস বয়সী শিবশুদের নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।জানা গেছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর ফলে ভিটামিন এ অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।এই সাফল্য ধরে রাখতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো চলমান রাখা হয়েছে।