সিরাজগঞ্জে সাবেক বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন

জুয়েল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজীপুরে নয়ন সরকার (৪২) নামের এক বিএনপিনেতার বসতঘরে তালা দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে বাড়ির দুটি টিনের ঘর ও ঘরে থাকা সব মালামাল পুড়ে গেছেক্ষতিগ্রস্ত নয়ন সরকার ওই এলাকার বাচ্চু সরকারের ছেলে। তিনি সোনামুখী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য।
ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা নয়ন সরকার জানান, প্রতিদিনের ন্যায় আমার পুরো পরিবার রাতে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু গভীর রাতে মাদক ব্যবসায়ী শিবলু রেজা বাবু আমার পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে ঘরের বাইরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু ঘরের দরজায় বাইরে থেকে তালা থাকায় আমরা বের হতে পারছিলাম না। পরে আগুনের উত্তাপে আমি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাদের রক্ষা করে। তবে বাড়ির সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।প্রতিবেশী আরিফ সরকার বলেন, শিবলু রেজা বাবু একজন মাদক ব্যবসায়ী। তার এসব কাজে বিভিন্ন সময়ে বাধা দেওয়ায় পূর্ব শত্রুতার জেরে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। এ ঘটনায় তার সঠিক বিচার হওয়া দরকার।
কাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে ওই বসতবাড়ির দুটি ঘরসহ সকল কিছুই পুড়ে গেছে।বিষয়টি নিশ্চিত করে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিবে বলে জানিয়েছে। অভিযোগটি পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।