সারাদেশ

সান্তাহারে বাজার মনিটরিংয়ে এসিল্যান্ড

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

পশ্চিম বগুড়ার আদমদীঘির আঞ্চলিক ভাষায় একটি প্রবাদ আছে “মুড়ি ওয়ালার মাইর দেখে চিড়া ওয়ালার দৌড়” অর্থাৎ “একজনের শাস্তি দেখে ভয়ে অন্যদের পলায়ন”। আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদা সুলতানা সান্তাহারে বাজার মনিটরিংয়ে আসলে উক্ত প্রবাদের বাস্তবতা সরজমিনে দেখা যায়।  এক দোকানে অভিযান দেখে অন্য দোকানিরা দোকান বন্ধ করে পালিয়ে যায়। এমন দৃশ্য দেখে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তাসহ পুরো টিম এমনকি উপস্থিত সাধারণ মানুষের ও হাসি পায়।
আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদা সুতানা আজ রবিবার দুপুরে
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতেের মাধ্যমে বাজার মনিটরিংয়ে গেলে সেখানে এমনই এক হাস্যকর পরিস্থিতির অবতারণা হয়।
আজ (১৬ মার্চ) রবিবার বেলা ২.৩০ ঘটিকার সময় সান্তাহার রেলগেইট এলাকায় বিভিন্ন প্রকার ফলের দোকান মনিটরিং করা হয়। এ সময় কোনো দোকানে মূল্য তালিকা দেখতে না পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদা সুলতানা মনোক্ষুণ্ণ হন। অতপর রেলগেইট এলাকায় সকল দোকানদারকে আজকের মতো সতর্ক করে বলেন, আগামী দিন এসে মূল্য তালিকা দেখতে না পেলে জরিমানা বাধ্যতামূলক করা হবে।
এরপর ভ্রাম্যমাণ আদালত সান্তাহার পুরাতন দৈনিক বাজারে গিয়ে একই অবস্থা দেখতে পান তবে সেখানে কিছু দোকানে মূল্য তালিকা থাকলে ও তাতে সকল দ্রব্যের মূল্য লেখা ছিলো না। এ সময় দৈনিক বাজারে “মা ভ্যারাইটি স্টোর” এর স্বত্বাধিকারী সুমির চন্দ্র প্রামাণিককে ২০০০ টাকা তাৎক্ষণিক জরিমানা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,