দেনায়েতপুর সেবা সংঘের উদ্যোগে ১০০ ফুড প্যাক বিতরণ

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরে রায়পুরে দেনায়েতপুর (পৌর ২নং ওয়ার্ড) সেবা সংঘের উদ্যোগে ১০০ ফুড প্যাক বিতরণের আয়োজন করা হয়।
সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এসব পণ্য সামগ্রী নিজ উদ্যোগে উপকারভোগীদের বাড়ি-বাড়ি নিয়ে পৌঁছে দেন।
প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে সম্পাদিত এ প্রকল্পে একেকটি পরিবারের মধ্যে চাল ৫ কেজি,ডাল ১কেজি,তৈল ১ লিটার,লবন ১ প্যাকেট,চিনি ১ কেজি, চোলা ১ কেজি,সেমাই ২ প্যাকেট,খেজুর ১ কেজি,মুড়ি ১ কেজি ,চিড়া ১ কেজি,আলু ৫ কেজি,পিয়াজ ১ কেজি,খেসারী ১ কেজি,দুধ ২০০গ্রাম,নুডলস১প্যাকেট
বেসন- ১ কেজি,সর্বমোট – ১৬ টি পন্যের সমন্বয়ে সাজানো রমাদান ফুড প্যাক বিতরণ করেন।
প্রবাসী ও দেশীয় লোকদের সমন্বয় রমজান ও ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করেন মোঃ হামিদুর রহমান বাবলু, এম এইচ লিমন, মোঃ সালাউদ্দিন, সাইফুল রনি, মাহবুব শাহী, ফয়সাল, বিপুল, নিলয় নাজমুল।
সংগঠনের অন্যতম সদস্য মোঃ হামিদুর রহমান বাবলু বলেন,অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সংগঠনটি শুধু ইফতার বিতরণই নয়, শীতকালীন শীতবস্ত্র বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং স্যানিটেশন নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রবাসী হামিদুর রহমান জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং আরও বৃহৎ পরিসরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।