যারা জঙ্গিদের লালন-পালন করতো তারা দেশ ছেড়ে পালিয়েছে: আলতাফ হোসেন চৌধুরী

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর দুমকিতে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেন, “দেশে এখন জঙ্গি হামলার ঘটনা নেই, কারণ যারা জঙ্গিদের লালন-পালন করতো, তারা দেশ ছেড়ে পালিয়েছে। বিগত ১৫ বছর ধরে নানা অত্যাচার, দমন-পীড়ন চালিয়েও বিএনপিকে দুর্বল করা যায়নি, বরং দল আরও ঐক্যবদ্ধ হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে।”
সোমবার (১৭ মার্চ) দুমকি উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান দিপু ও উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন রিপন শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. মাকসুদ আহমেদ বাইজীদ পান্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমি, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আহমেদ বাপ্পি, উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম খোকনসহ দলীয় নেতৃবৃন্দ।
এছাড়া, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. সোলাইমান বাদশা, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য জিএম শাহাজাদা, সাবেক ছাত্রনেতা সৈয়দ মনির হোসেন, মো. মঈন মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম মিলন, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
ইফতার মাহফিলে প্রায় তিন সহস্রাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিপুল উৎসাহ নিয়ে এতে অংশ নেন।