ফেনীতে চক্ষু চিকিৎসক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে চক্ষু চিকিৎসক জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক শিশুর মা।বৃহস্পতিবার তিনি আদালতে মামলা করলে আদালত মামলাটি আমলে নিয়ে ফেনীর সিভিল সার্জনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।জাহাঙ্গীর আলম চৌধুরী,চেম্বার-ফেনী আই সেন্টার,রেলগেইট,ফেনী।বাদী পক্ষের আইনজীবী এডভোকেট হুমায়ুন কবির বাদল বলেন,ডা.জাহাঙ্গীর আলমের ভূল চিকিৎসার কারণে একটি এতিম অসহায় কুরআনের হাফেজ শিশু আরাফাত ইসলাম চিরদিনের মতো অন্ধ হয়ে জীবন বিপন্ন হওয়ার পথে রয়েছে।শিশুটির মা বাদী হয়ে আজ ফেনী সদর আমলী আদালতে ডা.নামক দূর্বৃত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন।আশা করি তদন্তের মাধ্যমে দোষী ডা.শাস্তি পাবে এবং শিশুটি ন্যায় বিচার পাবে।এই মামলায় অসহায় পরিবারের পাশে আইনজীবী হিসেবে থাকতে পেরে শুকরিয়া আদায় করছি।মানবতার নামে বন্ধ হোক সকল দূর্বৃত্তায়ন।