সারাদেশ

কমলগঞ্জে অবৈধ বালু পরিবহনের দায়ে জরিমানা

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নে অবৈধ বালু পরিবহনের দায়ে একটি ট্রাক্টরকে আটক করা হয়েছে। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি,এম সাদিক আল শাফিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুহিতুর রহমান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি,এম সাদিক আল শাফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি ট্রাক্টর আটক করা হয়েছে। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,