সারাদেশ

পলাশবাড়ী ৯ টি ওয়ার্ডে একযোগে স্বেচ্ছাসেবকদলের দোয়া ও ইফতার মাহফিল

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা)  :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলার অন্যতম ইউনিট পলাশবাড়ী পৌর শাখার উদ্যোগে একযোগে পৌরসভার  ৯ টি ওয়ার্ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ শুক্রবার পলাশবাড়ীর পৌর শহরের ৯ টি ওয়ার্ডে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচী সফল করতে দায়িত্ব পালন করেন সংগঠনটির আহবায়ক শামীম রেজা ৭ নং ওয়ার্ডে ও সদস্য সচিব সচিব হাসান মোহাম্মদ ইমরান ২ নং ওয়ার্ডে, পৌরসভার ১ নং ওয়ার্ডে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হযরত আলী স্বপন,৩ নং ওয়ার্ডে যুগ্ন আহবায়ক নাহিদ আকন্দ নির্ঝর,৪ নং ওয়ার্ডে যুগ্ন আহবায়ক হায়দার আলী, ৫ নং ওয়ার্ডের কার্যকারি সদস্য আনোয়ার হোসেন লিখন,৬ নং ওয়ার্ডে যুগ্ন আহবায়ক সাইদুর রহমান, ৮ নং ওয়ার্ডে যুগ্ন আহবায়ক শাহারুল ইসলাম, ৯ নং ওয়ার্ডে যুগ্ন আহবায়ক মেহেদী হাসান এর নেতৃত্বে স্ব স্ব ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিবগণ ও অন্যান্য সদস্যরাসহ সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচীতে ইফতারের পূর্ব মুহুর্তে দলীয় নির্দেশনা বাস্তবায়নে আলোচনা করে নেতৃবৃন্দ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,