সারাদেশ

পাথরঘাটায় সুপেয় পানির খোঁজে খালি কলসি নিয়ে পানি দিবস পালিত 

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
‘পানি চক্র, জীবন চক্র, পানির জন্য উপকূলের দুঃখ বারো মাস, সুপেয় পানির অভাব আর লবনাক্ততায় সর্বনাশ’ স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় খালি কলসি নিয়ে পানি দিবস পালিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে বিষখালী নদী সংলগ্ন নীলিমা পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এতে অংশগ্রহণ করেন, একশন এইড বাংলাদেশ, এনএসএস, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও‌ প্রত্যয়। এ সময় ‘আজকের শিশু আগামীর ভবিষ্যৎ’। লবনাক্ত এবং খারাপ পানি ব্যবহার করে ভবিষ্যৎ জীবন ঝুঁকিতে ফেলতে চায়না এমন চিন্তা করে শতাধিক খালি কলসি নিয়ে প্রতীকী প্রতিবাদ করে। এছাড়াও সুপেয় পানির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড-ফেষ্টুন প্রদর্শন করে যুবরা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক মেহেদী শিকদার, উন্নয়নকর্মী লিমন বিশ্বাস, রুমা আক্তার, শাকিল আহমেদ, নাইম, জুয়েল প্রমুখ

বক্তারা বলেন, পাথরঘাটায় পর্যাপ্ত সুপেয় পানি পাওয়া যায় না। এখানকার মানুষের মধ্যে নিয়মিত দেখা যায় পানির জন্য হাহাকারের চিত্র। এক কলসি পানির জন্য তাদের পাড়ি দিতে হয় কয়েক গ্রাম। তারপরেও অনেক সময় খাওয়ার মতো পানি না পেয়ে দুঃশ্চিন্তায় পড়তে হয়। প্রতি বছরই বিভিন্ন এলাকায় মিঠা পানির স্তর নিচে নেমে যায়। এতে সুপেয় পানির অভাব দিন দিন আরও বাড়ছে।

তারা আরও বলেন, এখানে শুকনো মৌসুমে পানির সংকট তীব্র থাকে। বিশেষ করে পাথরঘাটায় গভীর নলকূপ স্থাপন সম্ভব না হওয়ায় এখনকার মানুষের দুঃখের যেন শেষ নেই।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,