ফেনীতে চুরির অভিযোগে গনপিটুনিতে লিটন নামের এক যুবক নিহত।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে চুরির অভিযোগে গনপিটুনিতে লিটন নামের এক যুবক নিহত।
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে চুরির অভিযোগে গণপিটুনিতে লিটন (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার দিবাগত রাতে বালিগাও ইউনিয়নের চর হকদি গ্রামে এই ঘটনা ঘটে।নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের হাজি বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকেন লিটনসহ চোর চক্রের তিনজন।এই সময় বাড়ির লোকজন টের পেয়ে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।এক পর্যায়ে বাড়ির লোকজনকে মারধর করে দুজন পালিয়ে গেলেও লিটনকে আটক করে স্থানীয় লোকজন।পরে তাকে গনপিটুনি দেওয়া হয়।গণপিটুনি খেয়ে ঘটনাস্থলে লিটনের মৃত্যু হয়।এদিকে লিটনের মৃত্যু নিয়ে পরিবারের দাবি পুর্ব পরিকল্পনা মতো তারা লিটনকে গণপিটুনি দিয়ে হত্যা করে লিটন চুরি ডাকাতি এগুলোর সাথে জড়িত নয়।