ফেনীর সোনাগাজীর বেকের বাজারে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বেকের বাজারে জামায়াতের আয়োজনে এলাকাবাসীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ শনিবার দুপুরে স্থানীয় বেকের বাজার মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ডাঃ ফখরুদ্দিন মানিক।
বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃমোস্তফা,চরচান্দিয়া উন্নয়ন পরিষদের সভাপতি ওমর ফারুক।এই সময় বেকের বাজার মসজিদের সেক্রেটারী ও ওয়ার্ড জামাআতের সভাপতি মাস্টার আবুল কালাম আজাদ, সেক্রেটারী মাওলানা জামশেদ আলম,চৌধুরী পুকুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ বেলায়েত হোসাইন,দৈনিক মানবজমিন সাংবাদিক কাওসার মাহমুদ,মাওলানা হোসাইন আহম্মদ সহ
স্থানীয় নেতা কর্মীগণ ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।