ফেনীতে জামায়াত ইসলামির উদ্যোগে অটোরিকশা প্রদান

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীতে জামায়াত ইসলামির উদ্যোগে অটোরিকশা প্রদান।বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার উদ্যেগে শনিবার সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে অটো রিকশা প্রদান করা হয়।মাস্টার ইউসুফ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তায় ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের মোটবী গ্রামের বাসিন্দা মো:বেলাল হোসেনকে অটোরিক্সা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মুফতি আবদুল হান্নান।এই সময় ফেনী সদর উপজেলা সেক্রেটারী অধ্যাপক শিহাব উদ্দিন,মোটবী ইউনিয়ন আমীর মাওলানা নুরুল আফছার,লেমুয়া ইউনিয়ন আমীর মুন্সি কামরুল ইসলাম,কালিদহ ইউনিয়ন আমীর আবু তৈয়ব,ধলিয়া ইউনিয়ন আমীর নুর করিম ও সাবেক ছাত্রনেতা এডভোকেট জিয়াদ হাসান রাসেল সঙ্গে ছিলেন।