সারাদেশ

পাথরঘাটায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপরে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজি, টেন্ডার বাজি, সন্ত্রাসী, লুটপাট ও নাসির নামে এক ব্যবসায়ীর উপরে অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা পৌর শাখা।
রোববার (৩০ মার্চ) জোহরের নামাজ শেষে পাথরঘাটা কেন্দ্রীয় মসজিদের দক্ষিন ঘেট থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় পাথরঘাটা পৌরশহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে একই স্থানে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা আমীর হাফেজ মাওলানা মো. মাসুদুুল আলম, সাধারন সম্পাদক জাহাঙ্গীল হোসেন, পৌর আমীর মাওলানা বজলুর রহমান, পৌর সাধারন সম্পাদক মো. নাসির উদ্দিন সরদার, ইসলামী ছাত্রশিবির দক্ষিণের সভাপতি হাফেজ রাকিব হাসান, সাধারন সম্পাদক মুহিব্বুল্লাহ, পৌর সভাপতি হাফেজ রোহান, সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ কয়েক শতাধীক নেতৃবৃন্ধ প্রমুখ।

পাথরঘাটা পৌর আমীর বজলুর রহমান বলেন, গত ৫ই আগস্ট এদেশের লেডি ফেরাউন সন্ত্রাসের জননী পালিয়ে যাওয়ার পরে আমরা মনে করেছিলাম এই দেশ থেকে সন্ত্রাস নির্মূল হয়েছে। তবে না এখনো পাথরঘাটায়় চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডার বাজি ও লুটপাট অব্যাহত রয়েছে। এ সময় পাথরঘাটা পৌরসভা বাসিকে আশ্বস্ত করে তিনি বলেন, ওই সন্ত্রাসীরা যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি করবে আমরা একতাবদ্ধ হয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে সন্ত্রাসীদের প্রতিহত করব।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে নাসির নামে এক ব্যবসায়ী চাঁদাবাজদের চাদা না দেয়ায় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এতে তিনি গুরুতর যখম হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং