সারাদেশ

হরিপুরে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে চার জন গ্রেফতার 

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে ৪ জনকে আটক করে ঠাকুরগাঁও জেলহাজতে পাঠিয়েছে।
 এরা হলো-উপজেলার বেলুয়া গ্রামের নাজিম উদ্দিন (২৪), নয়ন ইসলাম (২১), রাসেল রানা (১৮), কাইউম (৪৫) গ্রাম জামুন। জানা যায়, গত ১১ এপ্রল উপজেলার উত্তর আটঘরিয়া এলাকায় জায়গা জমির পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে দখল দারিত্ব নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় বাসিন্দা ও মালধৈয়া সম্প্রদায়ের মধ্যে সংঘাত এড়াতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান এলাকায় শান্তিরক্ষায় এবং দুইপক্ষের সংঘাত এড়াতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে। হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করে ওই এলাকায় প্রবেশ করে আইন শঙ্খলার অবনতি ঘটার কারনে তাদের আটক করে ফৌজদারী কার্যবিবি ১৫১ ধারায় গতকাল রোববার ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এ রিপট লিখা সময় পর্যন্ত সংশিলিষ্ঠ থানায় কোন পক্ষের মামলা হয়নি পুলিশ সুত্রে জানা যায়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,